http://www.minijobz.com/
Home » » সিপিএ মার্কেটিং কি ? কিভাবে সিপিএ মার্কেটিং করবেন ?

সিপিএ মার্কেটিং কি ? কিভাবে সিপিএ মার্কেটিং করবেন ?

অনলাইন আয় সম্পর্কে আজ সবাই জানেন। কিন্তু যারা শুনেছেন কিন্তু নিজে কিছু করছেন না তারা কিছু বিষয় ভালোভাবে না জানার ফরে কিছু ভূল ধারনা পোষন করে থাকেন। কেউ কেই মনে করেন অনলাইন আয়ের যত পথ আছে তার সবকিছুই ফ্রিল্যান্সিং বা আউট সোর্সিং। আসলে মোটেই তা নয়।

অনলাইন মার্কেটিং মোটেই ফ্রিল্যান্সিং নয়। তবে যদি কেউ ক্লায়েন্টের হয়ে কোন পণ্য মার্কেটিং করে থাকেন তাহলে ক্লায়েন্ট আউট সোর্সিং করছে আর সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং করছেন। তবে নিজে কোন মার্কের্টিং করে থাকেন যা থেকে আপনি কারো কাজ করা ছাড়া ভিন্ন উপায়ে আয় করেন, তবে সেটা অনলাইন মার্কেটিং। এটা অবশ্যই ফ্রিল্যান্সিং নয়।

আজ আমি আপনাদের সাথে অনলাইনে আয়ের অন্যতম একটি মাধ্যম সিপিএ মার্কেটিং নিয়ে আলোচনা করব।



সিপিএ মার্কেটিং কি ?


সিপিএ মার্কেটি এর পূণ© অথ© হচ্ছে Cost Per Action। সহজভাবে ধরুন কোন কিছু ডাউনলোড, শেয়ার, কোন সাইটে রেজিস্ট্রেশান ইত্যাদিএফিলিয়েট মার্কেটিং-এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিংএটা নতুন একটি এডভাটাইজিং পেমেন্ট মডেল যাতে কিছু কাজের উপর নির্ভর করে  পেমেন্ট দেয়া হয়। CPA মার্কেটিং আপনাকে পে করা হবে কোন প্রোডাক্ট সেল করার বিনিময়ে নয়, নিদিষ্ট একটি কাজের বিনিময়েএগুলোকে সহজ ভাষায় একশন (Action) বলে  যেমন : রেজিষ্টেশন, ইমেল সাবমিট, পিন সাবমিট অথবা ডাইনলোড ইত্যাদি। CPA মার্কেটিং মাধ্যমে এর গড়ে প্রতিটা লিড থেকে $1-$4 আয় হয়তাই বর্তমানে প্রচলিত এডভাটাইজিং পেমেন্ট মডেলগুলোর চেয়ে CPA মার্কেটিং এর মাধ্যেমে সহজে কয়েকগুন বেশি আয় করা সম্ভব

একটা সহজ উদাহরন দেওয়া যাক ধরুন,  কোন একটি সফটওয়্যার কোম্পানী ডাউনলোড অফার দিল যে, তাদের সফটওয়্যার ডাউনলোড করিয়ে দিতে পারলে পার ডাউনলোড ২ ডলার পেমেন্ট দেয়া হবে এখন আপনি যদি একটি সফটওয়্যার ডাউনলোড করিয়ে দিতে পারেন তাহলে পার ডাউনলোড পাবেন ডলার করেএইটাই হচ্ছে সিপিএ মার্কেটিং

সিপিএ তে কি কি অফার পাওয়া যায় ?


সিপিএ তে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে :

Pay per download : ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড ইত্যাদি

Pay per lead : ধরনের অফার গুলো হয় সাইন আপ, ইমেইল সাবমিট ইত্যাদি

Pay per sale : ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি

এছাড়া আরও বিভিন্ন অফার রয়েছে যেমন: Financial, Casual Dating, Health and Beauty, Gaming, PIN Submit, Survey, Mobile App, Travel, Ecommerce ইত্যাদি

কেন করবেন সিপিএ মার্কেটিং?


অনলাইন মার্কেটার হিসেবে আপনি বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারেন। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং ইত্যাদি। অনলাইন মার্কেটার হতে হলে আপনাকে অনলাইনের অনেক বিষয় সম্পর্কে ভালো মানের ধারনা রাখতে হবে যেটা আসলে অনলাইনে নতুন একজনের পক্ষে কখনোই সম্ভব নয়। নিজের নিস সাইট বা অন্য কোন মেথডে কোন অনলাইন প্রমোশন করা অনেকটাই হাই লেভেলের কাজ যেটা করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা দরকার।

কিন্তু সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি গবেষণা ছাড়াই শুধুমাত্র নিয়ম মত কাজ করলে প্রথম থেকেই ভালো আয় করা যায়। এমনকি দ্রুত আয় জেনারেট হওয়ার ফলে যারা অনলাইনে নতুন এবং সিপিএ দিয়ে শুরু করেছেন তারা আত্মবিশ্বাস পান।

 
সিপিএ মার্কেটিং থেকে কি রকম আয় করা সম্ভব?


এটা নির্ভর আপনার কাজ এর উপর তবে নিয়মিত এবং নিয়ম মেনে কাজ করলে হাজার ডলার এর উপর আয় করা সম্ভব মাসেনিয়ম মেনে কাজ না করলে এক টাকাও আয় সম্ভব না আপনি যদি ডলার একটি অফার নিয়ে কাজ করেন তাহলে দিন যদি ২০ টি Action Complete করাতে পারেন তাহলে দিনে ৩০ ডলার ইনকাম করতে পারবেনমাসে ইনকাম হবে ৯০০ ডলার।

সিপিএ অফার গুলো কোথায় পাবেন?



ওয়ার্ল্ড প্রায় ৫০০ এর উপর সিপিএ মার্কেটপ্লেস রয়েছেওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বড় সিপিএ নেটওয়ার্ক গুলো হল Maxbounty, Peerfly, Neverblue, affiliaxe, A4D, Clickbooth, Clickdealer ইত্যাদিএগুলোর Action রেট অনেক বেশি এবং অ্যাকাউন্ট পাওয়া অনেক কঠিনতাই আমি বলব নতুন অবস্থায় এসব নেটওয়ার্ক কাজ না করাই ভাল

নতুন দের জন্য সবচেয়ে ভাল এবং সহজে approval পাওয়ার জন্য কিছু সিপিএ নেটওয়ার্ক হলো: 





ইত্যাদি


কয়েকটি মোবাইল সিপিএ নেটওয়ার্ক YeahMobi, ClicksMob, Matomy, ClickDealer, Avazu, Private, Exchange (APX), GoWide.

এছাড়া Affpaying.com থেকে সিপিএ নেটওয়ার্ক এর Reviews দেখে সিপিএ নেটওয়ার্ক নির্বাচন করতে পারেন

 সিপিএ নেটওয়ার্ক রেজিস্ট্রেশন পদ্ধতিঃ


প্রায় সব সিপিএ নেটওয়ার্ক সাইটে সাইন আপের সময় আপনার প্রোমশন মেথড অথবা প্ল্যান সম্পর্কে জানতে চায়সেক্ষেত্রে নিচের এই লেখাটুকু সামান্য কিছু কপি-পেস্ট করে দিন

I am planning to advertise my links and earning money by creating websites, youtube videos and also advertising with ppc and ppv (bing ads, facebook ads and leadimpact). I plan on making a website for each niche I have and also plan on doing some SEO to get it high on Googles ranking system. I have been motivated by various people to start earning money on the web and I will dedicate a few hours of my day to achieve this. I hope to be earning with your website soon.

যদি বলে- Incentive Traffic: Yes/No. আপনি No দিবেনইনসেনটিভ ট্রাফিক মানে আপনি ঘুষ দিয়ে ট্রাফিক আনবেন কি না সেটা। 

যেভাবে সহজে অফার সিলেকসন এবং এনালাইসিস করবেন?


বিভিন্ন ভাবে অফার সিলেকসন এবং এনালাইসিস করা যাইসরাসরি আপনার নেটওয়ার্ক থেকে অফার সিলেকসন করতে পারেনএছাড়া Affplus, Offervault, oDigger এর সাহায্য নিতে পারেনএগুলোতে সিপিএ অফার গুলো বিস্তারিত পাওয়া যায়

অফার কিভাবে প্রোমোট করবেন?


আপনি যখন কোন সিপিএ নেটওয়ার্ক সাইটে এপ্রোভাল পাবেন তখন সেই সাইটে লগিন করলে আপনার ড্যাশবোর্ড পাবেনড্যাশবোর্ডে গিয়ে আপনার পছন্দমত অফার বাছাই করবেনসেই অফারে আপনার লিংকটি পাবেনসেই লিংকটিই আপনি প্রোমট করবেন

অফারগুলো বিভিন্নভাবে প্রোমট করা যাই Paid method, Free method, Email marketing ইত্যাদিসবচেয়ে লাভজনক পেইড মেথডতবে নতুন হিসাবে ফ্রী মেথড কাজ করা ভাল

Paid method: Facebook paid ads, 7seach, Bing Adwords, Google Adwords এগুলো থেকে ভাল সাফল্য পাওয়া সম্ভব

Free method: আর্টিকেল মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং, ব্লগ টিউমেন্টটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং যেমন- ফেসবুক, টুইটার পিন্টারেস্ট ইত্যাদি

সংক্ষেপে ইউটিউব ভিডিও মার্কেটিং- বর্তমান সময়ে ইউটিউব ভিডিও মার্কেটিং খুবই জনপ্রিয়আপনার অফার রিলেটেড ভিডিও বানান, ইউটিউবে চ্যানেল তৈরি করুন, সেখানে ভিডিওটি আপলোড করুন, ভালো একটি টা্ইটেল দিন, ডিস্ক্রিপশন লিখুন এবং সেখানে আপনার অফারের লিংক দিনএরপর আপনার ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার করুনতবে ইউটিউব এর ডিফল্ট শেয়ার গুলোই যথেষ্ট বলে আমি মনে করিইউটিউব এবং অন্যান্য ফ্রি ট্রাফিক নিয়ে একটু পড়াশোনা করুন

Email marketing: ইমেইল মার্কেটিং সিপিএ মার্কেটিং এর জন্য অন্যতম একটি ট্রাফিক সোর্সসবচেয়ে ভাল হয় যারা Craigslist থেকে ইমেইল Collection করতে পারবেনআমার দেখা Craigslist মার্কেটাররা দিনে ২০০-৫০০ ডলার ইনকাম করে সিপিএ মার্কেটিং থেকে শুধু ইমেইল মার্কেটিং এর মাধ্যমে

কিভাবে পেমেন্ট তুলবেন?


পেমেন্ট বিভিন্ন ভাবে তুলতে পাবেনযেমন : পেপাল, পেওনিওর, ব্যাংক ট্রান্সফার ইত্যাদি মাধ্যমেবর্তমান বাংলাদেশ পেপাল না থাকার কারনে পেওনিওর অথবা ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে টাকা তুলতে পাবেনকিছু কিছু সিপিএ নেটওয়ার্ক চেক এর ব্যবস্থা রয়েছেসাধারনত ৫০ থেকে ১০০ ডলার হলেই টাকা তুলতে পাবেন। 



সতর্কতা


অবশ্যই নিজের অফার নিজে পুরন করবেন না আপনি যত চালাকি- করুন না কেন সিপিএ সাইটগুলো আপনাকে ধরে ফেলতে পারবে এবং আপনার একাউন্ট চিরতরে ব্যান করে দেবে। ফেসবুকে স্ট্যাটাস আকারে দিতে পারেন টুইটারে প্রমোট করতে পারেন এরকম অনেক অনেক মাধ্যম আছে জাস্ট খুঁজে বের করে মার্কেটিং শুরু করুন আর আয় করুন এখন থেকেই


সু-খবর! সু-খবর!! সু-খবর!!! খুব শীঘ্রই সিপিএ মার্কেটিং এ কাজ করার বিভিন্ন পদ্ধতি নিয়ে কিছু ই-বুক আপনাদের জন্য শেয়ার করতে যাচ্ছি। ই-বুক গুলোতে সিপিএ মার্কে টিং করার বিভিন্ন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আলোচনা করা হয়েছে। বইগুলো হাতে পেলে আপনাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। নিয়মিত ব্লগ ভিজিট করুন এবং চোখ রাখুন। ই-বুক গুলো সত্যিই খুব কাজের। 

24 মন্তব্য(গুলি):

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমার নাম অনুপ, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    Skype- anup.partners.ifx
    Facebook- Anup Ifx Partner

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি যে কাজ গুলা করবো না আমি কি ভাবে নিবো
      একটি জানাবেন প্লিস

      মুছুন
  2. I am fresher candidate for CPA marketing. I want to learn it how do to way. Please help me .

    উত্তরমুছুন
  3. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  4. আমি এই কাজ শিখতে চাই। যে হেল্প করতে পারবেন সে আমাকে দয়াকরে জানাবেন। আমি ঢাকা থাকি ০১৬৪৬৯৭৮৪৮৫

    উত্তরমুছুন
  5. খুব সুন্দর পোস্ট। এই আর্টিকেলটি আমাদের জন্য অনেক হেল্পফুল আশা করছি সামনে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন নতুন কোনো তথ্য নিয়ে। শুভ কামনা রইল!
    এই পোস্ট রিলেটেড আরো পোস্ট দেখার জন্য ক্লিক করুন এই লিংকেঃ- https://adnanblog.com/

    উত্তরমুছুন
  6. মোবাইল দিয়া কী cpa এর কাজ করা যায়

    উত্তরমুছুন
  7. ভাই আমি সিপিএ শিখতে চাই।।আপনাদের সাথে কাজ করতে চা।। ।০১৯৯৯৬০৮৬৬৮

    উত্তরমুছুন
  8. Android Phon দিয়ে কি এই কাজ করা যাবে?

    উত্তরমুছুন
  9. পিন সাবমিট করানোর নিয়মটা বলে দিবেন প্লিজ

    উত্তরমুছুন

  10. সতর্কতা


    অবশ্যই নিজের অফার নিজে পুরন করবেন না। এ কথাটার মানে বুজলাম না? একটু যদি বলে?

    উত্তরমুছুন

  11. সতর্কতা


    অবশ্যই নিজের অফার নিজে পুরন করবেন না। এ কথাটার মানে বুজলাম না? একটু যদি বলে?

    উত্তরমুছুন
  12. ডোমাইন না কিনে এইটা করা সম্ভব?
    ফেইসবুকে লিঙ্ক শেয়ার করতে দিচ্ছেন । ল্যান্ডিং পেইজ ব্লগস্পট এ দিলে সেই লিঙ্ক ও ফেইসবুক শেয়ার করতে দিচ্ছেনা। কি করা যাই?

    উত্তরমুছুন
  13. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন

SocialTrix.com

Blog Archive

FireCash - Make Hot Money

Popular Posts